মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


পুলিশ হেফাজতে মৃত্যু: মরদেহ নিয়ে উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় পুলিশ হেফাজতে ট্রাকচালকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকালে শহরের ভবের বাজার এলাকায় উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করা হয়।

মৃত ট্রাকচালক লিটন প্রামাণিকের মরদেহ নিয়ে সংগঠনের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধকালে ওই মহাসড়কে যান বিশেষত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

তাৎক্ষণিক আয়োজিত সমাবেশ সংগঠনের নেতৃবৃন্দ পুলিশ হেফাজতে চালকের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি এবং মোটর মালিক গ্রুপ এবং মোটর শ্রমিক ইউনিয়নসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের নেতারা বক্তৃতা করেন।

অবরোধ চলাকালে সমাবেশে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়ার সভাপতি আব্দুল মান্নান মণ্ডল অভিযোগ করেন, জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক পেশায় একজন ট্রাকচালক এবং তাদের সংগঠনের সদস্য।

লিটন প্রমাণিক তার ট্রাকে গত ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় সরকারি গুদামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি তার ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে একটি দোকানে যান। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ