আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ করেই গার্মেন্টসসহ রপ্তানিমুখী সব শিল্প ও কারখানা খোলার খবর পেয়ে রাস্তায় ঢাকামুখী শ্রমিকদের ঢল নেমেছে। তবে, গণপরিবহন না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিপদে পড়া শ্রমিকেরা।।
মোবাইল ফোনে শুক্রবার মেসেজ পাওয়ায় কর্মস্থলে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস ও কারখানায় কর্মরত রংপুর অঞ্চলের শ্রমিকরা।
আজ শনিবার সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শ্রমিকরা ঢাকায় ফিরতে নগরীর মডার্ন মোড়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হাজার হাজার শ্রমিকদের ভিড়ে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ঢাকায় যাওয়ার কোনো গাড়ি না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শ্রমিকরা পণ্যবাহী ট্রাক ও যানবাহনসহ সব ধরনের পরিবহন আটকে দেয়। এ সময় বাদ যায়নি পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি। এতে মেডিকেল থেকে মডার্ন মোড় পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজটের।
লকডাউনের কারণে রাস্তায় গণপরিবহন না থাকায় বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত টাকা দিয়ে অটো রিজার্ভ করে মডার্ন মোড়ে ঢাকামুখী গাড়ির খোঁজে ভিড় করছেন শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিকরা জানান, যে করে হোক ঢাকা পৌঁছাতে বলেছেন তাদের প্রতিষ্ঠানের সুপারভাইজাররা। যেকোনো উপায়ে তাদের পৌঁছাতে হবে ঢাকায় নয়তো ছাঁটাই করবে কর্তৃপক্ষ।
শ্রমিকদের শান্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আসলেও বিক্ষোভ কমেনি। এ সময় পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকে বিভিন্ন আশ্বাস দেয়া হলেও তা মানতে নারাজ বিক্ষোভকারী শ্রমিকরা।
রংপুর মহানগর কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, গার্মেন্টস কর্মী ও শ্রমিকদের এই সমস্যা সমাধানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। এদিকে গত রাত থেকে বিভিন্ন মালবাহী ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে অনেক মানুষকে।
-এটি