আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা নেতার নাম সৈয়দ আহমদ (৪০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের উপ-মাঝি।
১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশে অংশ নিতে যান ক্যাম্পটির উপ-মাঝি সৈয়দ আহমদ।
সেখান থেকে বিকালে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে।
এরপর তাকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া এলাকায় নিয়ে যায়।
পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ি ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে এপিবিএন এর একটি দল সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এনটি