আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রামুতে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি সাতকানিয়ার মঞ্জু বলে জানা গেছে। তিনি লিংকরোড এলাকা থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চকরিয়াতে ইয়াবাগুলো পাচার করার কথা জানিয়েছেন।
জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর বাইপাস এলাকায় ফুটবল চত্বরে চেকপোস্ট বসাই। নতুন ফ্লাইওভারের নিচ থেকে এক মোটরসাইকেল আরোহী আটক করি। পরে তার বাইকের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এনটি