এস এম সাইফুল ইসলাম।।
ফেনী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসা'র সিনিয়র মুহাদ্দিস আল্লামা মীর হুসাইন রহ.ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা আগামীকাল শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টায় নাঙ্গলকোট থানার ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমিল্লা কুছাইতুলি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি ছুফুয়ায় ফেরার পথে ইন্তেকাল করেন তিনি।
আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন আল্লামা মীর হুসাইন রহ'র জামাতা মুফতী ফখরুল ইসলাম কাসেমী।
মুফতী ফখরুল ইসলাম বলেন, আমার শশুর একজন প্রবীণ আলেম। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এছাড়া হাজার হাজার তালিবুল ইলমের মু'আল্লিম তিনি।
গত দু সপ্তাহ ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন,অসুস্থতা তেমন ঘোরতর না হওয়ায় প্রাথমিক সব চিকিৎসা বাড়িতেই দেয়া হচ্ছিলো। তবে গত ক'দিন ধরে অসুস্থতা কিছুটা তীব্র হলে কুমিল্লা কুচইতলি হসপিটালে ভর্তি করানো হয়।
মুফতী ফখরুল ইসলাম বলেন, আজ বিকালে আমার শশুর কিছুটা স্বাভাবিক অবস্থায় বলছিলেন, 'আমার আর চিকিৎসার প্রয়োজন নেই,আমি সুস্থ আছি,আগামীকাল জুমার দিন,আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, আমি জুমার নামাজ পড়বো। পরবর্তীতে বাড়িতে আনার পথেই তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর।
মুফতী ফখরুল ইসলাম কাসেমী দেশবাসীর কাছে শশুরের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় দীর্ঘ ৫০ বছর যাবত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় "সিয়াহ সিত্তাহ" তথা হাদিসের মৌলিক কিতাবগুলো,আবুদাউদ ,নাসাঈ,
তিরমিজি ও মুয়াত্তায়ে ইমাম মালেক ও মোহাম্মদ রহ. সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদীর দরস দিয়েছেন তিনি।
এছাড়াও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা অন্তর্গত 'ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা'র সাবেক মুহতামিম ও তিনি। মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়ে রেখে যান তিনি।
আল্লামা মীর হুসাইন রহ.'র মৃত্যুতে দেশবাসী, আলেম সমাজ ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এনটি