মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ; টার্গেট তরুণ ও যুবসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা শহরের শালগাড়িয়া মাছুম বাজার এলাকায় কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড নামে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন পাবনার গোয়েন্দা পুলিশ; যাদের মূল টার্গেট সমাজের তরুণ ও যুব সমাজ।

বুধবার সন্ধ্যায় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, মমতাজ পারভীন নামের এক নারী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরি করে আসছিলেন। এ সব অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ, ঔষধ জব্দ করে। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা জেলা ভোক্তা অধিকার সহ-পরিচালক আব্দুল সালাম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, 'জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরনের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ