আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংকট চলাকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অসহায় মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছে 'হ্যালো ২১২'।
দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামের স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের নিয়ে গঠিত হয় 'হ্যালো ২১২'। নিয়মিত রক্তদানের পাশাপাশি ও সম্প্রতি দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামে সহস্রাধিক বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। করোনাকালীন এই সময়েও মানবতার পাশে থাকতে চায় 'হ্যালো ২১২'।
করোনায় আক্রান্তদের সেবা প্রদান এবং মৃত ব্যক্তিদের কাফন-দাফনে 'হ্যালো ২১২' এর পক্ষ থেকে দেবিদ্বারের করোনা আক্রান্ত মানুষের জন্য অক্সিজেন সেবা এবং একটি স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
‘হ্যালো ২১২’ নামে যাত্রা শুরু করা এই উদ্যোগ আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেবে। এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রত্যেক আগ্রহী মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবে।
‘হ্যালো ২১২’ একটি সম্পূর্ণ অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক উদ্যোগ। দেবিদ্বারবাসীর প্রতি ভালোবাসা এবং একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ উদ্যোগটি নিয়েছেন দেবিদ্বারের কিছু ছাত্র ও যুবক।
'হ্যালো ২১২' উদ্যোগের সাথে জড়িত অন্যতম উদ্যোক্তা মোঃ ফখরুল ইসলাম জানান, ‘করোনাকালীন এই সময়ে দেবিদ্বারের আপামর প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এমন একটি পদক্ষেপ নেওয়ার কথা মাথায় আসে।'
-এটি