মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্ট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আমজাদ হোসেন (৪০) নামে সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।

শুক্রবার রাতে শহরের লতিফপুর এলাকায় র‌্যাব-১২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা যায়, সেনা সার্জেন্ট আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন। তিনি ফুলদীঘি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন খাবার কেনার জন্য রাতে বাইসাইকেলে শহরের দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কার্যালয় ও পুলিশ লাইন্সের সামনে লতিফপুর এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নিহত সেনা সার্জেন্টের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ