মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুই ডোজ টিকা নিয়েও করোনায় মৃত্যু হাসপাতাল কর্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাড়ে তিন মাস আগে টিকার দুই ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. সিরাজ (৪১) উপজেলার চরলরেন্স এলাকার কালা মিয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেপে তিনি কর্মরত ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ জুলাই অফিস সহায়ক (এমএলএসএস) সিরাজ জ্বরে আক্রান্ত হন। এর পাঁচ দিন পর ১৬ জুলাই তার নমুনা পরীক্ষা করানো হলে করোনা নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট থাকায় সিটিস্ক্যান করানো হলে তার ফুসফুসে ৯০ ভাগ সংক্রমণ ধরা পড়ে।

যে কারণে চিকিৎসকরা তার করোনা হয়েছে বলে নিশ্চিত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। তবে ভর্তির পর তার অপিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকায় ১৭ জুলাই তাকে ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, গত ৭ ফেব্রুয়ারি সিরাজ করোনার টিকার প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, সিরাজ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সৎ ও পরিশ্রমী কর্মচারী ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সবাই টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। টিকা নেওয়ার পর এখানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ