আওয়ার ইসলাম ডেস্ক: নারী চিকিৎসকের ‘কাজল’ দিয়ে চোখ আঁকার ‘অপরাধে’ কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারী চিকিৎসক নাহিদা আকতার রেনুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতার হওয়া রেনু চমেক হাসপাতালে কর্মরত রয়েছেন।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৮ জুলাই ড্রেসিং টেবিল পরিস্কার করার সময় একটি কাজল পায় ওই কিশোরী।কৌতুহলবশত ওই কাজল দিয়ে নিজের চোখ আঁকেন। এতে ক্ষুদ্ধ হয়ে রেনু ওই কিশোরীকে মারধর করেন। চুল কেটে দেন। এ বিষয়ে ওই কিশোরীর বাবা আবদুল গণি থানায় অভিযোগ করে। পরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং চিকিৎসককে গ্রেফতার করে।
এনটি