আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানি করার সামর্থ্য নেই এমন গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে শতাধিক দুঃখী ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ জুলাই) পঞ্চগড় বাজার মাহবুব প্লাজায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
যুব সমাজের এই উদ্যোগকে উৎসাহিত করতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল আলম বলেন, পঞ্চগড় যুব সমাজ এমন একটি সংগঠন যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তোলা হয়। পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। যেন অসহায়েত্বের সুযোগে কেউ তাদেরকে ঈমান হারা করতে না পারে। তারই ধারাবাহিকতায় এই গোস্ত বিতরণ কার্যক্রম। এ সময় তিনি সংগঠনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাহমুদুল আলম, কারি আব্দুল্লাহ, মাওলানা আব্দুল বারী, হাফেজ লিয়াকত আলী, হাজী হুসাইন, শফি ভাই, মাওলানা জুবায়ের মাহমুদ, আব্দুল হাই, আবু সায়েম শিমুল, হায়দার আলীসহ আরো অনেকে।
এনটি