মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাটহাজারীর রশিদিয়া লাইব্রেরীর মালিক মাওলানা জিয়াউল কবিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারীর রশিদিয়া লাইব্রেরীর মালিক মাওলানা জিয়াউল কবির ইন্তেকাল করেছেন। আজ রোববার (১৮ জুলাই) হাটহাজারীতে সকাল ১০ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মাওলানা জিয়াউল কবির দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। গতকাল শনিবার রাতে হঠাৎ প্রেসার বেড়ে গেলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর আজ সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি ২ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

মাওলানা জিয়াউল কবির দারুল উলুম হাটহাজারীর সাবেক খন্ডকালীন (৩ মাস) মুহতামিম ও পীর মরহুম হাফিজুর রহমান সাহেবের ছোট ছেলে। এছাড়া হাটহাজারী মাদ্রাসা মার্কেটে অবস্থিত রশিদিয়া লাইব্রেরির মালিক ছিলেন তিনি।

জানা গেছে, আজ বাদ মাগরিব তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন হাটহাজরী মাদরাসার শূরা সদস্য শায়খ আহমদ। জানাজা শেষে হাটহাজরীর নূর মসজিদের সামনে তাকে দাফন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ