আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডে কোরবানীর গরুবাহী ট্রাকে হানা দিয়ে গরু লুট করার চেষ্টাকালে বাধা দিলে চালক আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাতরা।
নিহত আব্দুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রাম এলাকায়। শুক্রবার ভোর রাতে উপজেলার ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো কাওকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, চালক আব্দুর রহমান মাগুরা থেকে ১৩টি কোরবানীর গরু বোঝায় করে ট্রাক নিয়ে চট্টগ্রামের বিবির হাটের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ট্রাকটি ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু পার হওয়ার সময় একটি পিকাপে করে আসা ৭/ ৮ জনের একটি ডাকাত গরুবাহি ট্রাকটিকর গতিরোধ করে।
এসময় ডাকাতদল গরু লোটের চেস্টাকালে চালক আব্দুর রহমান(৪৫) বাঁধা দিলে ডাকাতরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতরা গরু লোট করতে না পেরে চালক আব্দুর রহমানের মাথায় গুলি করে হত্যা করে। ডাকাতদেরকে আটকের চেষ্ঠা চলছে।
এনটি