মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুড়িগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযানে চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ও বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইন, ২ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, হিরোইন মাপা নিক্তি ও নগদ ৭৭ হাজার ৩২০ টাকাসহ মাদক কারবারি শামছুল হক (৪৮) ও জহুরুল হক (৪৫)কে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক সম্রাট শামছুল হক সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। সে ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন হোটেল পট্টিতে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে আদালতে তিনটি মাদক মামলা চলমান আছে।

মাদক কারবারি জহুরুল হক মানিককাজি গ্রামের মজিবর রহমানের ছেলে। মাদক কারবারি জহুরুল হক এলাকায় দীর্ঘদিন থেকে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ