মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে যারা হাসপাতালে আসছে বেশির ভাগের অবস্থা গুরুতর। আশঙ্কার বিষয় হচ্ছে এখন কম বয়সী করোনা আক্রান্ত রোগীও আসছে। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রোগী বাড়ার সঙ্গে ওয়ার্ড ও বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

করোনায় মৃতরা হলেন-নবনিতা সরকার (২৮), সদরের সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), টাঙ্গাইলের গোপালপুরের সাহেরা বেগম (৬৮), রিনা রানী (৫২), ময়মনসিংহ- সদরের শামসুদ্দিন (৯৬), গাজীপুরের শাহিদা সুলতানা (৫১), হাবিবুর রহমান (৬১)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-নেত্রকোনার মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), সদরের রফিকুল ইমলাম (৬৫), নূর জাহান (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), শেরপুরের আবদুল মজিদ (৬০) জামালপুরের এলাহি বক্স (৬০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে সর্বাধিক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ