আওয়ার ইসলাম ডেস্ক: যশোর জেলার প্রতিটি উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চালু হলো ‘খেদমতে খলক ফাউণ্ডেশন”-এর ফ্রি অক্সিজেন সেবা।
মঙ্গলবার (১৩ জুলাই) যশোর কুইন্স হাসপাতালের হলরুমে এ সেবা কার্যক্রম উদ্বোধন হয়। এতে সব প্রতিনিধি উপস্থিত ছিল।
যশোর জেলার কোথাও অক্সিজেন প্রয়োজন হলে যোগাযোগ করার জন্য আহ্বান করেছে খেদমতে খলক ফাউণ্ডেশন।
যোগাযোগ করুন: যশোর সদর, মাওলানা আব্দুল লতিফ, ০১৭১৬-৯৬৭৬৫০. মনিরামপুর, নূরুন্নবী মিন্টু, ০১৭১৭-৫০২৬৫৪. ঝিকরগাছা মুফতি আকবার হুসাইন ০১৭৫৭-৮৮৭১৮৭. অভয়নগর হাফেজ মাওলানা শফিউল আলম, ০১৭১৮-৭০২৭০৬. চৌগাছা মাওলানা মাহমুদ, ০১৭৭৭-২৮৮৮২৭. কেশবপুর মাওলানা আবু মুসা সালিম ০১৯২০-৯১৭৪১৪. বাঘারপাড়া মাওলানা রশিদ আহমাদ ০১৭৩০-৯১৭০৭১. শার্শা মাওলানা হুসাইন ০১৯৩৭-২২৫৮৮৫।
উল্লেখ্য, করোনার প্রথম থেকে খুলনা বিভাগসহ যশোরের সব উপজেলায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফন করে আসছে খেদমতে খলক ফাউণ্ডেশন। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি ইয়াহইয়া, মুহতামীম মাসনা মাদ্রাসা, মনিরামপুর, যশোর।
খুলনা বিভাগ জুড়ে কাফন-দাফনের জন্য যোগাযোগ- মুফতি আজিমুদ্দীন, ০১৯১১-০১৯৭৪৪।
-এএ