আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। ৫০ বেড নিয়ে শুরু করা হলেও এক বছরে ৫ দফায় বেড সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) ৩০০ বেডের বিপরীতে রোগী চিকিৎসাধীন ছিল ২৯৮ জন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, শুধু বরিশাল বিভাগ নয়, আশপাশের ৮ থেকে ১০ জেলা থেকে চিকিৎসার জন্য এখানে করোনা রোগী ভর্তি হচ্ছে। কিন্তু করোনা ইউনিটে বেডের সংখ্যা বৃদ্ধির আর কোন সুযোগ নাই। এ কারণে বিষয়টি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত এক সপ্তাহ যাবত বরিশাল বিভাগের করোনা রোগীর সংখ্যা দ্রুত বেড়েই চলছে। শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাড়তি করোনা রোগীদের চিকিৎসার জন্য বরিশাল জেনারেল হাসপাতালকে বেছে নেয়া হয়েছে।
এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে আপাতত করোনা ইউনিট করা হচ্ছে। ২০টি বেড দিয়ে এই ইউনিটের যাত্রা শুরু হবে।
-এএ