মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ধামরাইয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আখের গুড় তৈরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আখের গুড় তৈরির অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুড নগর এলাকার একটি কারখানায়।

স্থানীয়রা জানান, এখানে দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ও আখ ছাড়াই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আখের গুড় তৈরি করা হচ্ছে। সবসময় বাইর থেকে তালাবদ্ধ থাকে কারখানাটি।

স্থানীয়রা আপত্তি জানালেও তাতে কান দিচ্ছেন না কারখানার প্রভাবশালী মালিক তাপস। সাভারেও তার একটি কারখানা আছে।

এ ব্যাপারে কথা বলতে তাপসের সঙ্গে যোগাযোগ করা হলেও মোবাইলে সংযোগ না পাওয়ায় তা সম্ভব হয়নি।

ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার  বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ