মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

মমেকের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রনিতিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১৭ জনের মধ্যে মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মুহা. মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের শামসুল আলম (৭৫), ইদুন্নেসা (৮০), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৫৪), ঝিনাইগাতীর মোরশেদা বেগম (৬৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা মো: মোস্তফা(৭৩), নান্দাইলের রূপা (১৯), ফুলবাড়িয়ার ইব্রাহিম (৫০), নেত্রকোনা সদরের হোসেন আলি (৮০), আব্দুল জব্বার (৯২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম, নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), জামালপুর সদরের মোজাহিদ (২২), আবু বকর (৫৯), সরিষাবাড়ির নারগিস (২২)।

ডা. মুহা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৪জন। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৭১ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ