মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

কর্মহীনদের ১০ টাকায় ২ দিনের খাবার দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীনদের মাঝে নামমাত্র মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দুই দিনব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) নগরীর মহারাজা রোডের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মত এই আহার বিক্রি করে জেলা পুলিশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, বুধবার হকার ও অসহায় মানুষদের মাঝে প্রতিকী মূল্যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। বৃহস্পতিবার নরসুন্দুরদের (নাপিত) মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।

তিনি বলেন, যারা লকডাউনের কারণে তাদের পেশা হারিয়ে বেকার এবং কর্মহীন হয়ে পড়েছে আমরা খুঁজে খুঁজে তাদের মাঝে প্রতিকীমূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, একটি পরিবারের দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপন্য দেওয়া হচ্ছে। বিতরণকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল- পাঁচ কেজি চাউল, এক কেজিডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, আলু দুই কেজি, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচামরিচ। যার প্রতীকী মূল্য ১০ টাকা।

এ সময় অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ) আবু রায়হান, ফাল্গুনী নন্দী, হাফিজুর রহমান, আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ৭ জুলাই বুধবার টাউনহল মোড় সংলগ্ন পুলিশ অফিসার্স ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ