শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


অক্সিজেন সঙ্কট; ভারত থেকে আবার আমদানি শুরু হয়েছে অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে পর্যুদস্ত ভারত এপ্রিলের মাঝামাঝি অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। এর আড়াই মাস পর আবারও ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে বলে জানা যায়।

লিন্ডে বাংলাদেশ নামে এক প্রতিষ্ঠান গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য জানান।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের এক কর্মকর্তা জানান, ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় অক্সিজেন সংকট দেখা দিয়েছিল। এরপর দেশটি সরকার অক্সিজেনের রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ২১ এপ্রিলের পরে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। বর্তমানে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় ভারতে অক্সিজেন চাহিদা কমেছে। তাই আবারও দেশটি অক্সিজেন রপ্তানিতে সম্মত হয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আসবে।

এদিকে বেনাপোল শুল্কভবনের কমিশনার আজিজুর রহমান বলেন, অক্সিজেন জরুরি পণ্য হওয়ায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ