আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুক্রবার (২ জুলাই) সকালের মধ্যে মারা যান তারা। মৃতদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৭জন ও করোনা উপসর্গ নিয়ে ৭জন মারা গেছেন।
শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে জামালপুর ২জন ও ময়মনসিংহের ২জন, শেরপুর, নেত্রকোনা,ও গাজীপুরের ১জন করে রোগী রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৫ জন, শেরপুরের ১জন ও যশোরের ১জন রোগী মারা গেছেন।
এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮১৮২জন এবং মারা গেছেন ৮৪ জন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ৮ জন মারা গিয়েছে। এই সময়ে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এবং ১২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
-এএ