আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন।
শুক্রবার নগরীর জামে এবাদুল্লাহ মসজিদে জুমার খুতবা পাঠের আগে জনসচেতনতামূলক বক্তব্যে নগরবাসীর উদ্দেশে বিএমপি কমিশনার এ কথা বলেন।
শাহাবুদ্দিন খান বলেন, আমরা যদি মাস্ক পরাকে অভ্যাসে পরিণত করি, হ্যান্ড স্যানিটাইজ করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ছোবল থেকে দেশ ও জাতিকে অনেকাংশেই রক্ষা করতে পারব।
সূত্র জানায়, স্বাস্থ্যবিধি পালন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে শুক্রবার নগরীর ৩৭০টি মসজিদে জুমার খুতবা পাঠের আগে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
-এএ