মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রকি হত্যার পলাতক আসামি মাঈনুদ্দিন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ফার্নিচার দোকান কর্মচারীকে খুন করে পালিয়ে যাওয়া মাঈনুদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৫ জুন রাত দেড়টার সময় দেহাজারী-ঘুমধুম রেললাইনের ওপর সাতকানিয়া সদর ইউনিয়নের বালার পাড়া এলাকায় খুন হয় আব্দুল গনি প্রকাশ রকি (২০)। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তিনজন মিলে রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রকির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। এ সময় রকিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় রকির বাবা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আহমদ কবির বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার পরদিন হত্যাকাণ্ডে জড়িত সোহেল ও সফিকুল নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত রকির মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। পরের দিন এ দুই আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে উঠে আসে সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বালার পাড়ার বাসিন্দা মাঈনুদ্দিনের নাম।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহারে পুলিশ জানতে পারে, রকি হত্যার আসামি মাঈনুদ্দিন রামু এলাকায় অবস্থান করছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুকিবুল হোসেনের নেতৃত্বে রামু উপজেলার সামনে থেকে মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

এসআই মুকিবুল হোসেন বলেন, মাঈনুদ্দিন ইতোমধ্যে রকি হত্যায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আশা করি আদালতেও সে রকি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ