আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহ কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক লকডাউনের চিত্র পরিদর্শন করেন। তিনি শহরের বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।
আজ শহরের টাউনহল মোড়, গাঙ্গিনারপার, স্টেশন রোড, ব্রীজ মোড়, চরপাড়া, মাসকান্দ, বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। কারণ ছাড়া বাহিরে বের হওয়াদের জরিমানা আদায় করতে দেখা গেছে।
লকডাউনের প্রথম দিনে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ২১০টি মামলা এবং ১,৬২,৬৯০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মুহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মুহা. শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
-এএ