মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ধোবাউড়ায় পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>

টানা দুইদিনের বর্ষণে এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধেবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যা। পানি বন্দি হয়ে পড়েছে ধোবাউড়া ও হালুয়াঘাটের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসী জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধৌবাউড়ার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় নেতাই নদীর বেড়িবাঁধ, দক্ষিণ মাইজপাড়া রহমতের বাজারের পাশের বাঁধ, ঘোঁষগাও ইউনিয়নের রায়পুর এলাকায় বাধঁ ভেঙ্গে গামারীতলা, দক্ষিণ মাইজপাড়া, ঘোঁষগাও, বাঘবেড়, পোড়াকান্দুলিয়া ও ধোবাউড়া সদর ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে পানিবন্দী হয়ে পড়ছে অসংখ্য মানুষ। কৃষকের সবজিক্ষেত এবং ফিসারী পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।অনেকের বাড়ীঘর তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে পড়েছে বেকায়দায়।

গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জানান, ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে। প্লাবিত এলাকার বাসিন্দা ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। প্লাবনের শিকার স্থানীয় মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।

ধৌবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে রঘুনাথপুর, কৈচাপুর,নড়াইল, গোপিনগর, বিলডোড়া, ধুরাইল, আমতৈল, গাজিরভিটার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ