আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৯০ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। মোট মৃত্যু হয়েছে ৮০ জনের। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯২৫ জন।
শুক্রবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, সদরে ৮২, শৈলকূপায় ২১, হরিণাকুণ্ডুতে ২৮, কালীগঞ্জে ৩১, কোটচাঁদপুরে ৮ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৬১ শতাংশ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সঙ্কট। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড ভাঙছে ঝিনাইদহে। কিন্তু এখনও মানুষ সচেতন হচ্ছে না। এভাবে চলতে থাকলে জেলাবাসী দেখবে করোনার ভয়াবহতা। তাই সবাইকে অনুরোধ সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
-এএ