আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের কোভিড সারসংক্ষেপ তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিল আটজন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বাকি দশজন। ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। নওঁগার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন বাসিন্দা। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।
এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। যার মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৪ জন ও পাবনার একজন।
রামেকে বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যায় ৪০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৬ জনের করোনা পরীক্ষায় ১৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
-এএ