আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে নগরী ও আশপাশের উপজেলায় সব বিপণিবিতান, দোকানপাট রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের জন্য প্রশাসনের ১২টি টিম মাঠে কাজ করবে।
জেলার মধ্যে ফটিকছড়ি উপজেলায় আজ বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে করোনার আক্রান্ত বাড়ছে। করোনা সংক্রমন রোধে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন দেয়া হয়েছে। নেয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।
সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৬৩৬ জন। এখন পর্যন্ত দেশে মোট মারা গিয়েছে ১৩ হাজার ৬২৬ জন। মোট করোনা আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।
-এএ