যাকওয়ানুল হক চৌধুরী: সিলেটের সুনামগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ফলক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হওয়া সুলতান (২২) দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাঁকুরভোগ গ্রামের আনর উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসটি আহসানমারা ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ফলক এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ পাশের খালে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে বাসে একজন যাত্রী রয়ে গেছে এমন ধারণা করা হয়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে।
এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ফায়ারসার্ভিস কর্মীরা। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
-এএ