মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মহেশখালীর প্রবীণ সাংবাদিক শফিকুল্লাহ খান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক শফিকুল্লাহ খান (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২১ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া গ্রামের প্রবীন আলেমে দ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা মকবুল আহাম্মদ ও মরহুমা মোমেনা বেগমের সন্তান তিনি। কালামারছড়া ইউনিয়নের প্রবীণ আলেম মাওলানা শামসুদ্দিনের জামাতা।

মহেশখালীতে যে কয়জন সাংবাদিকতার সূচনা করেছেন শফিকুল্লাহ খান অন্যতম। তিনি ১ কন্যা এবং ৫ পুত্র সন্তানের জনক।

মঙ্গলবার সকাল ৯টায় ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদের মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন তার সন্তান হাফেজ আশরাফ উল্লাহ খান।

জানাযার পূর্বে সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খানের ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত আলোচনা করেন- সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খানের ছোট ভাই জনতার টেলিভিশনের এমডি আতা উল্লাহ খান, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক এনামুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক স ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খানের বড় ভাই অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নাছির উল্লাহ খান, সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খানের সুযোগ্য সন্তান ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক উল্লাহ খান।

উল্লেখ্য, মরহুম শফিকুল্লাহ খান দীর্ঘ ৪০ বছরের সাংবাদিকতার জীবনে বাংলাদেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি চট্রগ্রামের জনপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বকোণে সাংবাদিকতা শুরু করেন, মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা পত্রিকায় যুক্ত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ