আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনির (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, হাজারীগঞ্জ ইউনিয়নে বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থী'র মধ্যে সংঘর্ষে গুলি বিদ্ধ হয়ে একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। আরেক জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিভিন্ন কেন্দ্রে র্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।
উল্লেখ্য, ভোলায় প্রথম ধাপে বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হল- গঙ্গাপুর, সাচড়া, সম্ভুপুর, চাঁচড়া, চাঁদপুর, হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া, চর মাদ্রাজ, চর কলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাকি ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪ শত ৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনটি