আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কুরআন টিচিং অ্যান্ড কুরআন সায়েন্সেস অ্যাসোসিয়েশন ‘তায়াল্লোম’-এর ছাত্রী কুরআন তিলাওয়াত করার সময় মৃত্যুবরণ করেছেন।
শরিফা বিনতে মুসফিরুল কাহতানি নামে সৌদি আরবের এক ছাত্রী তার শিক্ষক এবং সহপাঠীদের সম্মুখে কুরআন তিলাওয়াত করার সময় মারা গিয়েছেন।
রিয়াদের কুরআন টিচিং অ্যান্ড কুরআন সায়েন্সেস অ্যাসোসিয়েশন তায়াল্লোম-এর কর্তৃপক্ষ শরিফা বিনতে মুসফারুল কাহতানির অকাল মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
এই সৌদি কিশোরীর মৃত্যুর প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তার জন্য মহান আল্লাহর নিকটে ক্ষমা, করুণা এবং চিরস্থায়ী শান্তি কামনা করেছেন।
তিলাওয়াতরত অবস্থায় কুরআন তিলাওয়াতকারীদের মৃত্যুর ঘটনা নতুন নয় এবং এর আগেও ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ ক্বারি এবং কুরআনের শিক্ষক আবদুল রহমান সূরা মূলকের তিলাওয়াত রেকর্ড করার সময় মৃত্যুবরণ করেছেন।
-এটি