আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলুম হাটহাজারী মুখপত্র প্রকাশনা আরম্ভ হয় ১৯৩৪ সালে। তবে ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে দেশের প্রাচীনতম ইসলামী তাহযীব-তামাদ্দুনবিষয়ক পত্রিকা 'মাসিক মুঈনুল ইসলাম'। পত্রিকাটি অন্যতম একটি বিভাগ হলো— ‘জিজ্ঞাসা-সামাধান’। জিজ্ঞাসা-সমাধান বিভাগে অজস্র ফাতওয়া প্রকাশিত হয়েছে। নিত্য জীবনের নানা বিষয়ের প্রশ্ন-উত্তর এতে স্থান পেয়েছে।
আল্লামা আহমদ শফী রহ.-এর দিকনির্দেশনায় দারুত তাসনীফের সদস্যবৃন্দ ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত পত্রিকার ভলিউম থেকে তহারাত ও সালাতের মাসআলাগুলো পৃথক করেন এবং দলীল-আদিল্লাহর তাখরীজ করেন। ফাতওয়াগুলোকে নতুনভাবে বিন্যস্ত করে প্রকাশক করেন ‘ফাতাওয়া মুঈনুল ইসলাম' গ্রন্থটির প্রথম খন্ড।
প্রথম খন্ডটি দু’ভাগে বিন্যস্ত করা হয়েছে। প্রথমভাগে স্থান পেয়েছে তহারাত সংশ্লিষ্ট বিষয় তথা: পানির বিধান, অযুর বিধান, গোসলের বিধান, তায়াম্মুমের বিধান, মোজার উপর মাসাহ, হায়েজ-নেফাস, নাজাসাত-নাপাকী এবং ইসতিনজা।
দ্বিতীয়ভাগে সালাত সংশ্লিষ্ট বিধান তথা: নামাযের সময় সমূহ, আযান-ইকামত, নামাযের পদ্ধতি,ইমামতের বিধান, জামায়াত ও মাসবুকের নামায,কিরাআত, নামায ভঙ্গের কারণ, নামায মাকরূহ হওয়ার বিধান, বিতির নামায,সুন্নত-নফল, তারাবীহ, সাহু সেজদার বিধান, সেজদা তিলাওয়াত, কাযা নামায, অসুস্থ ব্যক্তির নামায, মুসাফিরের নামায, জুমুআর নামায, ঈদের নামায এবং জানাযার বিধান।
সম্পূর্ণ নতুনরূপে তাহযীব ও সম্পাদনা, আয়াত ও নির্ভরযােগ্য-আমলযােগ্য হাদীস সংযােজন, ফিকহের কদীম ও নির্ভরযােগ্য কিতাব থেকে উদ্ধৃতি, সাবলীল উপস্থাপনা, দারুল ইফতার মুফতিয়ানে কেরামের সত্যায়নসহ নানা বৈশিষ্ট্যে সংকলনটি অনন্য।
এক নজরে বই
বই: ফাতাওয়া মুঈনুর ইসলাম
লেখক: ইফতা বিভাগ দারুল উলুম হাটহাজারী
প্রকাশনায়: ইত্তিহাদ
মুদ্রিত মূল্য: ৭০০/-
যোগাযোগ: ০১৯৩৫-২৮৯৮৩২
এনটি