রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বাজারে এসেছে আল্লামা বাবুনগরীর দশ বছরের তাকরীর সংকলন ‘তাকরীরে মুসলিম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর দীর্ঘ দশ বছর পাঠদানের ব্যাখ্যা সংকলনে প্রকাশিত হয়েছে ইলমে হাদিসের সমাদৃত কিতাব সহীহ মুসলিম শরীফের অনবদ্য ব্যাখ্যাগ্রন্থ ‘তাকরীরে মুসলিম’।

দীর্ঘ দশ বছর মুসলিম শরীফের দরসের তাকরীর সংকলনের গুরু কাজটি করেছেন দারুল উলুম হাটহাজারীর কৃতি ফাযেল ও আল্লামা বাবুনগরীর একান্ত স্নেহভাজন, ঢাকা মারকাযু ফিকরিল উম্মাহ'র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী হোসাইন আহমদ জাবের।

ব্যাখ্যাগ্রন্থটির বিশেষ কিছু বৈশিষ্ট্য:

✍️ ব্যাখ্যাগ্রন্থটির শুরুতে ইলমুল হাদীসের উপর মূল্যবান ভূমিকা সংকলন করা হয়েছে।
✍️ মুল বাহাছের হাদীস উল্লেখ করে এর সাবলীল অনুবাদ, হাদীস সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে।
✍️ কঠিন আলফাজ সমূহের তাহকিক।
✍️ সনদ বিশ্লেষণ।
✍️ বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে আসে এমন সব এখতেলাফি মাসআলার সারসংক্ষেপ উল্লেখ।
✍️ বর্তমান প্রেক্ষাপটে হাদীসের আবেদন কি তা চিহ্নিত করা।
✍️ হাদীসের ما تحت আল্লামা শাব্বির আহমদ উসমানী (রহ.) রচিত কালজয়ী ভাষ্য" ফাতহুল মুলহীমের সারসংক্ষ উল্লেখ করা হয়েছে।

ব্যাখ্যাগ্রন্থটি সম্পর্কে হাটহাজারী মাদরাসার মজলিশে এদারীর প্রধান, আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী বলেছেন, ‘সাধারণত মুসলিম শরীফের পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ ব্যাখ্যাগ্রন্থ পাওয়া যায় না। সে হিসেবে এমন একটি ব্যখ্যাগ্রন্থের খুবই প্রয়োজন ছিলো। এ তাকরীরে মুসলিম তাকমীলের উস্তায এবং ছাত্রদের জন্য অনেক উপকারী হবে। ইনশাআল্লাহ।

No description available.

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘তালিবুল ইলমরা এই তাকরীরে মুসলিমের মাধ্যমে তাকমিল জামাতের অধিকাংশ কিতাবের ইখতিলাফি মাসআলাসহ অন্যান্য বাহাছগুলো সহজে আয়ত্ত করতে পারবে।
★ বোর্ড পরীক্ষার্থীদের জন্য এই তাকরীর অত্যন্ত সহায়ক হবে।
★ মূল তাকরীরের শুরুতে থাকা উলুমে হাদীসের ভূমিকা হাদীসের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী হবে।

সব মিলিয়ে সহীহ মুসলিম শরীফের অনবদ্য একটি ব্যখ্যাগ্রন্থ হয়েছে ‘তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম।’

মাকতাবাতুশ শরীয়াহ যাত্রাবাড়ী, ঢাকা থেকে প্রকাশিত উন্নত বাইন্ডিং, মসৃণ ও চকচকে কাগজে ছাপা ৪২৪ পৃষ্ঠার তাকরীরে মুসলিমে আল্লামা বাবুনগরীর সুদীর্ঘ দশ বছর মুসলিম শরীফের দরসের তাকরীর সংকলন করা হয়েছে।

প্রাপ্তিস্থান: মাকতাবাতুশ শরীয়াহ,যাত্রাবাড়ী, ঢাকা। জাকারিয়া লাইব্রেরি, ডাকবাংলো রোড, হাটহাজারী, চট্টগ্রাম।
০১৭৬৫০৭২৫৭০

যোগাযোগ - 01819-385949 (সংকলক), 01833-908677 (সম্পাদক)। অনলাইনে অর্ডার: ইমদাদুল্লাহ সাজ্জাদ: ০১৯৯২৯৩০১৬৬

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ