আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
পরে অবস্থার উন্নতি হলে রোববার (২০ জুন) বিকেলে তাকে কেবিনে আনা হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে, তবে এখনো ফল আসেনি।
আজ রোববার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন।
তিনি বলেন, ‘গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ উঠে গেছে। তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ওষুধ দেয়ার পর জ্বর কমে গেছিল। কিন্তু অক্সিজেনের লেভেলটা কম দেখা যাচ্ছিল। এজন্য তাকে আইসিইউতে নেয়া হয়।’
তিনি বলেন, ‘ডাক্তার বললেন যে, উনি এখন ভালো আছেন, আমরা তাকে কেবিনে দিয়ে দিই। তারপর আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।’
এমডব্লিউ/