আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা স্কুল শিক্ষক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামির জামিন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে ওই চার আসামির জামিন স্থগিতই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (২০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
২০১৬ সালের ২৫ এপ্রিল এ মামলার বাদী জাহারুল ইসলামের ভাতিজা আশরাফুজ্জামান রতনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আসামিরা হামলা চালিয়ে স্কুল শিক্ষক মুজিবুর রহমানকে ঘটনাস্থলে হত্যা করে। একইসঙ্গে তার ভাই মিজানুর রহমানকেও জখম করে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। এই ঘটনায় নিহত স্কুল শিক্ষক মুজিবুর রহমানের ছেলে জাহারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ২০১৭ সালের ৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
-এএ