রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

‘তালেবানের বিরুদ্ধে আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি কোনভাবে ব্যবহার করতে দেব না আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আফগানিস্তানের অভ্যন্তরে কোনও ধরণের অভিযানের জন্য পাকিস্তান আমেরিকাকে নিজেদের কোনও ঘাঁটি বা অঞ্চল ব্যবহার করতে দিবে না সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

যুক্তরাষ্ট্রভিক্তিক টিভি চ্যানেল  এইচবিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘কোনওভাবেই আমরা আমাদের ঘাঁটি বা পাকিস্তানি সীমান্ত ব্যবহার করে আমেরিকাকে আফগানিস্তানে কোন অভিযান পরিচালনা করতে দেব না।'

এইচবিও অ্যাক্সিয়োস ওয়েবসাইটে প্রচারিত সাক্ষাত্কারের জনাথন সোয়ান নামের সাংবাদিক ইমরান খানকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আফগানিস্তানে তালেবান ও আল কায়দার বিরুদ্ধে অভিযান চালাতে আপনি কি পাকিস্তানে সিআইএ’র  াবস্থানের অনুমতি দেবেন?

উত্তরে ইমরান খান বলেন 'কখনো না'। তার স্পষ্ট এমন ‘না’ বাচক জবাবে অবাক হয়ে সাক্ষাৎকার গ্রহনকারী ইমরান খানকে আবার জিজ্ঞেস করেন  'সত্যিই কি তাই'?

প্রসঙ্গত,  বুধবার (৯ জুন) ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তারে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদও  বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।

কোরেশি সাংবাদিকদের বলেন, সেনা প্রত্যাহার করার পর আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে। কিন্তু আমরা তাদের সে রকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে।

এর আগে গত রোববার (৬ জুন) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সেনা প্রত্যাহারের পরও পাকিস্তানি ঘাঁটি ব্যবহারের সম্মতি আদায় করতে সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস গোপনে পাকিস্তান সফর করেছেন।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, পাকিস্তানের জনগণ দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি কখনও মেনে নেবে না বলেই সরকার বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি থেকে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন কর্মকর্তারা বিষয়টি কখনোই স্বীকার করেনি।

সূত্র: ডন

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ