আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল ১৩ জুন রোজ রোববার দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাউদকান্দির মালাখালার পীর বিশিষ্ট আলেমে দীন মাওলানা হাবিবুল্লাহ আনসারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ সোমবার বাদ জোহর চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ পুল কেন্দ্রীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা হাবিবুল্লাহ আনসারী মসজিদ, মাদরাসা, তাযকিয়া ও ইসলামি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুসলিম নারী শিক্ষার প্রসার ও দীনদার নারী সমাজ গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি নারী শিক্ষার প্রসারে একাধিক মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নারায়নগঞ্জ, চিটাগাংরোডের হীরাঝিলে জামেয়া এছহাকিয়া ( দাওরা হাদিস) মহিলা মাদরাসা, দাউদকান্দির গৌরীপুরে জামেয়া আশরাফুল উলুম ( দাওরা হাদিস) মহিলা মাদরাসাসহ, জামেয়া আনসারিয়ার প্রতিষ্ঠাতা তিনি।
এছাড়া তিনি বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ঢাকা বিভাগের সভাপতি এবং ঢাকা বিভাগ ও নারায়ণগঞ্জ মুজাহিদ কমিটির সাবেক ইমাম কাম অডিটর ছিলেন।
-কেএল