আবদুল্লাহ আফফান: এখন থেকে মসজিদে হারামে আসা হাজীদের জমজমের পানি বিতরণ করবে স্মার্ট রোবট। মানুষের স্পর্শ ছাড়াই এই রোবটগুলো কাজ করবে। ‘স্মার্ট রোবট’ উদ্বোধন করেছে মসজিদে হারাম এবং মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্ট।
সোমবার (১৩ জুন) আল আরাবিয়া ডটনেট এতথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে মসজিদে হারাম এবং মসজিদে নববীর চিফ সুপারিনটেনডেন্ট শায়খ আবদুর রহমান সুদাইসি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সামাজিক সেবা দেয়া হচ্ছে। বিশেষ করে যখন করোনার ভাইরাসের বিস্তার করেছে তখন সেটা আরও ব্যাপক হয়েছে। প্রযুক্তিটি গ্র্যান্ড মসজিদে আগতদের নিরাপত্তা এবং সুরক্ষা জন্য ব্যবহৃত হবে।
শায়েখ সুদাইসি মানবতার সেবার জন্য আধুনিক প্রযুক্তির প্রশংসা করেছেন। সে কারণেই আজ রোবট হাজীদের চলাচলে বাধা না দিয়ে জমজমের পানি বিতরণ করছে।
জমজমের পানি জীবাণু মুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিদিন ৫০টিও বেশি পানির নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করবে হারামাইন কতৃপক্ষ।
এনটি