শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কাজে দক্ষতা বাড়াতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রবাদ আছে, কাজে দক্ষতা বাড়ালে কেউ বেকার থাকে না। আবার কাজ শিখলে কেউ ভাতে মরে না-গ্রামাঞ্চলে এমন কথাও শোনা যায়। আর কাজের দক্ষতা কে না বাড়াতে চায়? তাছাড়া আপনি যদি কাজে দক্ষ হন কিংবা যে কোনো কাজে হন পারদর্শী। তাহলে মালিকপক্ষ যেকোনো মূল্যে আপনাকে চাকরি দিতে ও কাজে নিতে বাধ্য।

তাই প্রতিযোগিতার এ সৃজনশীল পৃথিবীতে সবাই কাজে পারদর্শী হতে চায়। কিংবা বাড়াতে চায় নিজেদের দক্ষতা। এজন্য কতজনই তো কত কিছু করে! কেউ অভিজ্ঞতার ঝুলি নিয়ে নানান জায়গায় দৌড়ায়। কেউ বা আবার বস্তাভর্তি সার্টিফিকেট নিয়ে কর্মক্ষেত্রের দরজায় দরজায় ঘুরে বেড়ায়।

কিন্তু কাজে দক্ষতা না থাকায় মালিকপক্ষ নির্বাচন করতে পারেন না তাকে। এ নিয়ে কত খুনসুঁটি রয়েছে কতজনের; তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি কাজে দক্ষতা বাড়াতে একটি বিশেষ দোয়া পাঠ করতে বলেছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ওয়েবসাইটে জনৈক ব্যক্তি নিজের কাজের দক্ষতা বাড়াতে কি দোয়া পড়বো? এমন প্রশ্ন করে একটি চিঠি লিখে।

চিঠিতে প্রশ্নকারী লিখেন, ‘নিজের কাজ বা কর্মের মাঝে দক্ষতা বাড়ানোর জন্য কিছু দোয়া বলে দিন। যাতে করে দেমাগ খোলে যায় ও সে কাজ খুব সহজে বুঝে আসে।’

চিঠির উত্তরে দেওবন্দের ওয়েবসাইট থেকে বলা হয়, ‘প্রতিদিন  یَا مُغْنِیْ (ইয়া মুগনিউ) ১১০০ বার (এক হাজার একশত বার) পড়া যেতে পারে। এটা ছাড়াও یَا فَتَّاح (ইয়া ফাত্তাহু) এই দোয়াটি ১০১ বার (একশত এক বার) পড়া যেতে পারে। এভাবে الم نشرح (সূরা আলাম নাশরাহ) ও পড়তে পারেন।

আর বিশেষ করে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা অনেক বড় ফযিলতের বিষয়। এর মাধ্যমে আশা করা যায়, আল্লাহ তাআলার কাজের দক্ষতা বাড়িয়ে দিবেন। আপনি যে কাজই করতে যাবেন সেই কাজ সহজ করে দিবেন- ইনশাআল্লাহ।

নিয়মিত এসব আমল জারী রাখলে পাঠকারী খুব সহজেই অনুধাবন করতে পারবেন, কাজের সূচনা এবং শেষ। ক্রিয়া ও প্রতিক্রিয়া। লাভ ও লস। সবকিছুই আল্লাহ তায়ালা তার অন্তরে ঢেলে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তবে সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604945

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ