আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের জাজিরা থেকে জেলে ট্রলারে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঈয়া ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৭ মে) পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় মো. আবদুর রহমান আকন্দ (৭০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে ওই ট্রলারে থাকা আরও চারজন। রাতে স্রোত ও অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পালেরচর ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার শিমুলিয়ার দিকে যাচ্ছিল। পদ্মা নদীর পৌলান মোল্লাকান্দি এলাকায় গেলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিভিন্ন নৌযান দিয়ে ১২ জনকে উদ্ধার করে। এর মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর অন্যদের উদ্ধারের জন্য নৌ পুলিশ অভিযান অব্যাহত রাখে। সন্ধ্যা ৭টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।
এনটি