আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি। নিজ জন্মস্থান পিরোজপুর জেলার মাছিমপুরের ‘আল হেরা জামে মসজিদ’ কমিটির সভাপতি মনোনীত হয়ে শুকরিয়া স্বরুপ একথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, ‘আমি অভিনয় করি। অনেকের ধারণা যারা অভিনয় করে বা সিনেমার মানুষ তারা খারাপ। আমাকে এই পদে নেওয়া হয়েছে এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।’
এর আগে গতকাল তাকে মসজিদে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন মসজিদের মুসুল্লিগণ। এরপর কমিটির পক্ষ থেকে তার হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় জায়নামাজ ও টুপি। এই মসজিদে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন তার বাবা প্রয়াত এমএ হক। তার মৃত্যুর পর ছেলে জায়েদ খানের ওপর এই দায়িত্ব তুলে দেওয়া হয়।
এদিতে তাকে সভাপতি করায় এমডি হাফিজ নামে তার এক ভক্ত ফেসবুক কমেন্টে লিখেছেন, ‘মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! সবার ভাগ্যে এই সব দায়িত্ব আসে না। জায়েদ ভাই, আপনি এগিয়ে যান। দোয়া করি আপনি এক সময় পিরোজপুরের এমপি হবেন ইনশাআল্লাহ দোয়া রইলো।’
আপনাকে কেন সভাপতি করা হলো? এমন প্রশ্নের জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘আসলে আমারও এই প্রশ্ন ছিল। সাধারণত মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি হন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তি। কিন্তু আমাকে সভাপতি করা হয়েছে কেন? এটা জানতে গিয়ে তারা জানান, আমার কোনো বাজে অভ্যাস নেই, মদ-সিগারেট খাই না। যার কারণে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’
এমডব্লিউ/