আওয়ার ইসলাম ডেস্ক: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে বুধবার (২৬ মে) একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মুহা. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে ১২০টির মতো পাথরবাহী ট্রাক আসতো। কিন্তু গত চারদিন থেকে এই সংখ্যা ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে। একইভাবে রপ্তানিও কমে গেছে। এখন প্রতিদিন ৬ থেকে ৮টি ট্রাক মালামাল নিয়ে ভারতে যাচ্ছে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এই স্থলবন্দরের উল্টোদিকে অবস্থিত আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর। এই রুট দিয়ে ভারত থেকে পাথর আমদানি এবং পিভিসি ডোর, মশারি, গার্মেন্টস ঝুট, হার্ডবোর্ড, শলার ঝাড়ু ও প্লাস্টিক সামগ্রী রপ্তানি করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন থাকার পাশাপাশি শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কার্যক্রম এই সীমিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আমদানি-রপ্তানি কমে গেছে।
-এএ