আবদুল্লাহ তামিম।। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও প্রায় ২০০ কোটিরও বেশি মুসলমান পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। সিয়াম সাধনায় চলছে মহিমান্বিত এ মাসটি।
ইতিমধ্যে বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তা সত্ত্বেও বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে পবিত্র রমজান মাসের আমলসমূহ আদায়ের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
বিশ্বের মুসলমানেরা পরাপর দুইটি রমজান মাস করোনার প্রাদুর্ভাবের মধ্যে কাটাচ্ছেন। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হওয়ার পর বিশ্ববাসীর মধ্যে আবারও স্বাভাবিক জীবন যাপন করার আশা বেড়েছে।
অনেক দেশের জনগণ ভ্যাকসিন নেওয়া শুরু করেছে তা সত্ত্বেও, বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি বিশেষ করে রমজানে আমলসমূহ পালনের ক্ষেত্রে এখনও বেশকিছু বিধিনিষেধ রয়েছে। এসকল বিধিনিষেধ থাকা সত্ত্বেও মুসলমানেরা গতবছরের অভিজ্ঞতা অনুসরণ করে এই পবিত্র মাসের বিভিন্ন আমল পালন করার চেষ্টা করছে।
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকদের ক্যামেরায় পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ফটো ফিচারটি দেখুন, শেয়ার করুন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বায়তুল্লাহয় রমজান মাসে জুমার নামাজ আদায় করছে ওমরা পালনকারীরা।
মাহে রমাদান উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় কাবাঘর পরিষ্কার করা হচ্ছে।
সৌদি আরবের মদিনার মসজিদে নববিতে ইফতার করছে রোজাদাররা।
বায়তুল্লাহয় ইফতার করছেন রোজাদাররা
ইরাকের পবিত্র নগরী নাজাফে ফ্রি ইফতার পার্টি
ইরাকের শহর নাজাফের একটি মসজিদে এক নারী কুরআন তিলাওয়াত করছেন
মিশরের বানিসুফ শহরে পবিত্র রমজান মাসে ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করছে নারীরা
ইয়েনের সানা শহরে ইফতারের আগ মুহূর্তে ইফতার ক্রয় করছেন মুসলিমরা।
[caption id="" align="alignnone" width="660"] তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ। ৮৬ বছর পর যেখানে রমজানের প্রথম আজান শোনা গিয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায় করছে মুসল্লিরা।[/caption]
সিরিয়ার দামেস্ক শহরে ইফতারির জন্য মিষ্টি প্রস্তুত করছে এক মুসলিম।
[caption id="" align="alignnone" width="660"] ফিলিস্তিনি এক মহিলা রমজানের প্রথম শুক্রবারে আল-আকসা মসজিদের সোনালী গম্বুজের সামনে দোয়া করছেন[/caption]
[caption id="" align="alignnone" width="662"] একজন ফিলিস্তিনি গাজা উপত্যকার খান ইউনুস এলাকায় সেহরীর জন্য সকলকে ডাকছেন [/caption]
[caption id="" align="alignnone" width="660"] মুসলিমরা রমজানের জুমার নামাজ আদায় করছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে[/caption]
[caption id="" align="alignnone" width="662"] রমজানে আল-আকসা মসজিদের গম্বুজের সামনে কয়েক জন ফিলিস্তিনি নারী দোয়া করছেন।[/caption]
কুরআন নাজিলের মাসে পাকিস্তানের করাচীর একটি মসজিদে কুরআন তিলাওয়াত করছেন মুসলিমরা।
নাইজেরিয়ার আবুজা শহরে ওজু করছেন একজন মুসলিম
সূত্র: এসপিআর নিউজ, ইকনা, ইসলামিক ইনফরমেশন
-এটি