আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি বিজ্ঞানীদের আবিস্কারে পৃথিবীর সর্বনিম্ম স্থানের ছবি প্রকাশ করেছে ‘SECRETS OF QURAN MIRACLES’ (কুরআনের আশ্চর্য সিক্রেটস) নামের একটি আন্তর্জাতিক ইসলামী ওয়েবসাইট।
ছবিটি প্রকাশ করে তারা লিখেন, ‘এই ছবিতে বিশ্বের সর্বনিম্ন স্থান দেখতে পাচ্ছি। যেখানে রোমান সাম্রাজ্য পরাজিত হয়েছে’।
তারা বলেন, আমরা এই ছবিতে বিশ্বের নিম্নতম স্থান দেখতে পাচ্ছি এবং এটিই যেখানে রোমান এবং পার্সিয়ানদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে রোমানরা পরাজিত হয়েছিল। পবিত্র কুরআনুল কারীমেও এই যুদ্ধের কথা রয়েছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, যুদ্ধটি বিশ্বের সর্বনিম্ন স্থানে হয়েছিল
তৎকালীন পৃথিবীর পরাশক্তি
ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনের আগেই পৃথিবীর পরাশক্তি হিসেবে রোম সাম্রাজ্য (বাইজেন্টাইন) ও পারস্য সাম্রাজ্য (বর্তমান ইরান) আত্মপ্রকাশ করে। রোমের সীমানা ছিল সিরিয়া থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত। আর পারস্যের সীমানা ছিল ইরাক থেকে পূর্বে খোরাসান (আফগানিস্তান) পর্যন্ত।
রোম আর পারস্য উভয়েই যুগের পর যুগ ধরে পরস্পর যুদ্ধে লিপ্ত থাকত। ৬০৩ খ্রিস্টাব্দের দিকে রোমানদের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধ শুরু হয়। পার্সিয়ানরা একের পর এক রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছিল। রোমানরা ছিল খ্রিস্টান, অন্যদিকে পার্সিয়ানরা ছিল অগ্নিপূজক। এক পর্যায়ে যুদ্ধটা ধর্মীয় যুদ্ধে রূপ নেয়।
৬১৫ খ্রিস্টাব্দে পার্সিয়ানরা দামেশক, বায়তুল মাকদিস পর্যন্ত দখল করে নেয়। পার্সিয়ান সম্রাট খসরু পারভেজ হেরাক্লিয়াসের নিকট যে পত্রটি লিখেছিল, তাতে স্পষ্টই বোঝা যায় যুদ্ধটা ধর্মীয় যুদ্ধে রূপ নিয়েছিল।
মুসলিমরা যখন রোমানদের পক্ষে
সেসময় মক্কায় রাসুল সা. এর সঙ্গে মুশরিকদের নতুন এক ধরনের যুদ্ধ চলছিল। রোমানদের পরাজয়ের খবর শুনে মক্কার মুশরিকরা খুশী হয়েছিল, কারণ পার্সিয়ানরাও তাদের মতো পৌত্তলিক। অন্যদিকে মুসলিমদের সঙ্গে রোমানদের অনেক মিল, উভয়েই নবী, আসমানি গ্রন্থ ও আখেরাত ইত্যাদিতে বিশ্বাসী। তাই রোমানদের এই বিজয়ে মুসলিমরা দুঃখিত হয়েছিল। মুশরিকরা এই নিয়ে মুসলিমদের সঙ্গে ঠাট্টা করতে শুরু করে। তখন আল্লাহ কোরআন নাজিল করলেন, ‘রোমকরা পরাজিত হয়েছে। ’ (সুরা রুম, আয়াত: ২)
পরবর্তী আয়াতে রোমানদের বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ভবিষ্যদ্বাণীটি এমন সময় করা হয়, যখন রোমান সাম্রাজ্যের আর উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা বলেন, ‘নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি শিগগির বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনরা আনন্দিত হবে। ’ (সুরা রুম, আয়াত: ৩-৪)
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘আলিফ-লাম-মীম,রোমানরা পরাজিত হয়েছে, নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে। আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।’ (সুরা রুম, আয়াত ১-৫)
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সেই মৃত সমুদ্র এবং তার আশেপাশের অঞ্চলটি বিশ্বের সর্বনিম্ন স্থান। যা সমুদ্রতল থেকে ৩৯০ মিটার নিচে। প্রিয় নবি হজরত মুহাম্মদ সা. এর বাস্তবতা সম্পর্কে ১৪০০ বছর পূর্বেই বলেছেন। যে বৈজ্ঞানিক বাস্তবতা সম্প্রতি আবিস্কৃত হলো। এর পূর্বে আর কখনোই তা আবিষ্কৃত হয়নি।
‘SECRETS OF QURAN MIRACLES’ থেকে মোস্তফা ওয়াদুদ এর অনুবাদ।
এমডব্লিউ/