মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালুদ্দীন ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৩ সালের হেফাজতের ঘটনায় হওয়া মামলায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

দুই আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এসময় পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদেরকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে ও মাওলানা জালাল উদ্দিনকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ