আওয়ার ইসলাম: ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ৪১ জন মারা গেছে।
গতাকাল শুক্রবার জাতিসংঘ শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ বিবৃতিতে এ তথ্য জানান হয়।
এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। নিহতদের সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা করেছিল নৌকাটি।
গত মাসেও স্ফ্যাক্স উপকূলে একটি নৌকা ডুবে ৩৯ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছিলেন। আন্তর্জাতিক সংগঠনগুলোর হিসাবে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছে। এ বছর প্রায় হারিয়েছেন অন্তত ৪০৬ জন অভিবাসনপ্রত্যাশী।
-এটি