আওয়ার ইসলাম: তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২১ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়। পরে, অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে জানা গেছে। এই উপকূল ব্যবহার করেই ইউরোপে প্রবেশের চেষ্টা করে বেশির ভাগ অভিবাসী।
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ২০ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
সূত্র: রয়টার্স
এনটি