মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


লকডাউনে বিধিনিষেধে অকারণেই মানুষের ঘোরাঘুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঠোর বিধিনিষেধের তৃতীয়দিন অকারণেই অনেক মানুষকে বাইরে বের হতে দেখা গেছে। রাস্তায় অন্যদিনের চেয়ে বেশি রিকশা, অটোরিকশা চলতে দেখা গেছে।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাজশাহী শহরের গলিগুলোতে পুলিশের কোন তৎপড়তা ছিলো না। তবে সাহেববাজারে পুলিশ চেকপোস্টে অকারণে বের হলে মানুষকে পড়তে হয়েছে জেরার মুখে। অনেকেই আবার পুলিশের তৎপড়তা এবং বাইরের পরিবেশ দেখতেও ভিড় করতে দেখা গেছে। কাঁচাবাজারে মানুষকে দেখা গেছে, স্বাস্ব্যবিধি না মেনেই ঘোরাফেরা করতে।

এদিকে, চট্টগ্রামে সড়কগুলো ছিলো রিকশার দখলে। তবে শুক্রবার হওয়ায় রাস্তায় মানুষের সংখ্যা ছিলো কিছুটা কম। রাস্তায় কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করেছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। প্রয়োজনে কিংবা অপ্রয়োজণে যারাই বাইরে বেরিয়েছেন তাদের চেকপোস্টগুলোতে জেরার মুখে পড়তে হয়েছে। যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদের প্রমাণ সাপেক্ষে যেতে দেওয়া হলেও অপ্রয়োজনে যারা বেরিয়েছেন তাদের মাললা আওতায় আনে পুলিশ।

কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে গণপরিবহণ চলাচল, মার্কেট ও শপিং মল। তবে অলিতে গলিতে সব কিছু যেনো আগের মত স্বাভাবিক রয়েছে। সেখানে দোকানপাট খোলা থাকার পাশাপাশি চলছে আড্ডাবাজি। পুলিশ দেখলে সরে গেলেও পুলিশ চলে গেলে আবারও জড়ো হচ্ছে সবাই।

অন্যদিকে, খুলনাতেও কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন কিছুটা ঢিলেঢালা ভাবে বাস্তবায়িত হচ্ছে। সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়ক গুলিতে পুলিশের নজরদারি ছিলো চোখে পরার মত।

তবে এর বিপরীত চিত্র ছিলো নগরীর সরু সড়ক ও গলিতে। এখানে কঠোরবিধি নিষেধ বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিনের মত স্বাভাবিক রয়েছে এই সকল মহল্লার সড়কগুলোতে যানচলাচল ও মানুষের চলাফেরা। তবে নগরীর প্রধান সড়ক গুলিতে সিমীত পরিসরে চলছে প্রয়োজনীয় কিছু যানবাহন। বিধিনিষেধের বাইরে থাকা পচনশীল দ্রব্য ও কাঁচাবাজারে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে, নানা কারণ দেখিয়ে বরিশালে মানুষ ঘরের বাইরে থাকছেন। মানছেন না স্বাস্থ্যবিধি। শুক্রবার সকালে রাস্তায় কম মানুষ দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অযাচিত ঘোরাঘুরি। কাঁচাবাজারগুলোতে দেখা যায় ক্রেতা বিক্রেতা অধিকাংশর মুখেই মাস্ক নেই। যারাও পরছেন তা স্বাস্থ্যবিধি মেনে নয়। শহরের প্রধান এলাকায় পুলিশের বাড়তি টহল অব্যাহত থাকলেও অলিগলিতে তেমন দেখা নেই।

তবে, কঠোর অবস্থানে রয়েছে রংপুরের প্রশাসন। নগরীর বিভিন্ন স্থানে অন্তত ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। র‍্যাব, পুলিশের টহলের পাশাপাশি নিয়মিত পরিচালিত হচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য যানবাহন। এছাড়াও সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে দোকানপাট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ